চুল নিয়ে চুলোচুলি
নরওয়ে ! নিশিথ সূর্যের দেশে যাওয়ার আগে চুল কাটিয়ে যাবেন। এমন অদ্ভুত পরামর্শের অবশ্যই যুক্তিগ্রাহ্য কারণ আছে।
ধরে নিচ্ছি আপনি শৌখিন মানুষ এবং গাছ তলায় এক্সাইড ব্যাটারির ওপর গলায় ফুটো করা আনন্দবাজার ঝুলিয়ে চুল কাটান না। গুণে গুণে চারশো টাকা দিয়ে বাংলায় যাকে বলে সেলুন সেখানেই চুল কাটান।
নরওয়েতে চুল কাটাতে কত টাকা লাগে জানেন? পাঁচ হাজার তিনশো টাকা মতো। জাপানেও কম কিছু না, চার হাজার ছ’শো টাকা মতো। ডেনমার্কে সেটা চার হাজার টাকা।
সবচেয়ে সস্তায় চুল কাটাতে হলে জাম্বিয়াই ভালো। পাসপোর্ট তৈরি তো?