ঢাকে প্রথম কাঠিটা তখনই পড়ে যখন পুজোর বাজার করতে বেরোনো হয়। অষ্টমীর অঞ্জলীর পাঞ্জাবি শাড়ি , ঠাকুর দেখতে যাওয়ার পোষাক, জুতো এমন কত কী ব্যাগে ভরতে না পারলে শান্তি হয়?
কলকাতায় বসে পুজোর বাজার করা যতটা স্বাভাবিক লন্ডন শহরে বসে ততটা নয়।
লন্ডনের টোটেনহাম কোর্ট আন্ডার গ্রাউন্ড স্টেশনের সামনে দাঁড়ালো ডাঃ বুধাদিত্য সান্যাল ও তাঁর স্ত্রী ডাঃ সুরভী অগ্রাওয়াল সান্যালের পুজোর বাজারে চমক আছে। চমকটা ডাঃ সান্যালের হাতে ধরা প্যাকেটে ।
ওঁরা দু’জনেই বর্তমানে লন্ডনের হাসপাতালের ডাক্তার। ডাঃ সুরভী বললেন, ‘যখন কলকাতায় গিয়ে পুজোর বাজার করা সম্ভব হলো না তখন কলকাতাকেই লন্ডনে নিয়ে এলাম।’

error: Content is protected !!