মন কথা – সোমাদ্রি
গুহা জেগে আছে মনের অন্তরে।
নদী প্রবহমান।
তিস্তা হতেই পারে সে জল আয়ু।
শুয়ে আছি বালিচিহ্নে।
ঢেউ বহুদূর।
বিচ্ছেদ জাগা স্মৃতি
আয়ুপথের ইতিহাস
বিদেশী পরাধীনতা
আর
স্বাধীনতা।
সব মিলেই উপসংহার
তৈরি হয় ঢেউয়ে।
স্বপ্নপ্রভাত জিজ্ঞাসা করে
কেমন আছে মন
অন্তরের আস্তিনে…