আপনার আধার কার্ডের নম্বরে কটা সিম কার্ড রয়েছে, তা দেখে নেবেন কেমন করে!

  • প্রথমে ওয়েবসআইটে এই লিংকে ক্লিক করে যেতে হবে। এই লিংকে ক্লিক করুন।
  • যে ডায়লগ বাক্স রয়েছে তাতে আপনার ব্যবহার করা মোবাইল নম্বর লিখুন ও  রিকোয়েস্ট ওটিপি ক্লিক করতে হবে।
  • যে ওটিপি মোবাইলে এলো তা বাক্সের ভিতর লিখে ভ্যালিডেটে ক্লিক করতে হবে।
  • আপনার আধারের সাথে যে কটি মোবাইল নম্বর যুক্ত করা আছে তা দেখতে পাবেন, অবাঞ্ছিত নম্বর যুক্ত থাকলে দিস ইজ নট এ ক্লিক করতে পারেন, নট রিকয়ার্ডেও ক্লিক করে, ডানদিকে নেম অফ ইউজার লিখে রিপোর্ট করতে হবে।

সুরক্ষিত থাকুন, সকলকে সুরক্ষিত রাখুন।

error: Content is protected !!