বালেশ্বরের দক্ষিণে আঘাত ইয়াসের, জলোচ্ছ্বাসে প্লাবিত দীঘা, সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল

0

অবশেষে জিরো আওয়ার্স এলো। সকাল ৯.১৫ মিনিটে সাইক্লোন ইয়াস তার ল্যান্ডফলটি করলো বালেশ্বরের দক্ষিণে। ইয়াস-এর এই আছড়ে পড়ার সময় গাস্টিং স্পিড ছিল প্রায় ঘন্টায় ১৮৫ কিলোমিটার। প্রবল ঝড়ের ফলে প্লাবিত হয় দীঘা, এগরা। সুন্দরবনের গোসাবা, বাসন্তী, কুলপি, ফেজেরগঞ্জ ভেসে যায় সমুদ্র ও বিদ্যাধরীর জলেতে। দীঘায় নারকেল গাছ সমান ঢেউ দেখা যায়। রাস্তার ধারে দাঁড়ানো গাড়িগুলি ভেসে যায়। বহু ঘরবাড়ি ভেঙে পড়ে। দীঘা, রামচন্দ্রপুর শহরে জল ঢুকে যায়। অন্যদিকে মাতলা ও বিদ্যাধরীর প্লাবনে বহু মানুষ ঘরবাড়ি হারায়। জলের তলায় চলে যায় বহু এলাকা। ইয়াস-এর ল্যান্ডফল প্রক্রিয়াটি প্রায় ৩ ঘণ্টা ধরে চলবে। হলদিয়াতে হলদি নদীও ফুঁসে উঠেছে। প্লাবিত হয়েছে হলদিয়া শহরও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে জানান, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯ টি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রচুর বাঁধ ভেঙেছে।

https://youtu.be/i4D4Ii3LUGU

Leave a Reply

error: Content is protected !!