আড্ডা টাইমসের যকের ধন কেমন লাগলো?

0

দেবব্রত সান্যাল

যকের ধন: সায়ন্তন ঘোষাল
যদিও লেখা আছে, হেমেন্দ্র কুমার রায়ের যকের ধন, তবু ছবি যতো এগোবে ততই মনে হবে, ঠিক পড়েছিলাম তো? অনেকের মতো যকের ধন, আবার যকের ধন পড়েই বড়ো হয়েছি৷ তাই যখন বিমল, কুমার, বাঘা, রামহরির দল হয়ে গ্যালো ফেলুদা – তোপসের এক অক্ষম অনুকরণ, সাথে এক কম বয়েসী সিধু জ্যাঠা তখন প্রথম ধাক্কাটা লাগলো৷ সবে তো কলির সন্ধ্যা!
কিছু পরে ফেলুদা তোপসে হয়ে গ্যালো জয়, বীরু আর বিরক্তিকর ভাবে প্রবল বকবক করার জন্য প্রিয়াংকা জুটে গ্যালো বাসন্তীর অনুকরণ করার জন্য৷ বাংলা ছবির অপমান এখানেই শেষ নয়৷
শোলে বেশিক্ষণ চললো না, কারণ পরিচালক ততক্ষণে বাংলা ইন্ডিয়ানা জোনস বানানোর চেষ্টা করতে শুরু করেছেন৷ বাংলা ছবির তেমন বাজেট থাকে না, তাই বাঙালিয়ানা জোনস কমেডি হয়ে গেলো৷ সব মিলিয়ে এমন গল্পের এই দশা দেখে ছবিটি ফ্লপ হবার যথার্থতা বোঝা গেলো৷
পরমব্রত, রাহুল, কৌশিক সেন বা সব্যসাচী চক্রবর্তী ভালো অভিনেতা৷ তবে দুর্বল চিত্রনাট্যর শিকার৷ প্রিয়াংকার কিছু করার ছিল না, তাই চেষ্টাও করেননি ৷ আজকাল ছেলে মেয়েরা পুরনো ক্লাসিক কম পড়ে, তাই শঙ্কা হয়, এই ছবিটিকে ভবিষ্যৎ প্রজন্ম আসল গল্প বলে যেন ভেবে না নেয়৷

Subscribe to my YouTube Channel

Leave a Reply

error: Content is protected !!