সারমেয়রা কোভিড শনাক্ত করে ৯৬ শতাংশ

0

ওয়েবডেস্ক : স্নিফার ডগেরা ৯৬ শতাংশ কার্যকরি ভাবে গন্ধ শুঁকেই করোনাভাইরাস শনাক্ত করতে পারে। সম্প্রতি হয়ে যাওয়া এক গবেষণায় এ তথ্য পেয়েছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, বিশেষ কুকুরকে প্রশিক্ষণ দিলে তারা নমুনা থেকে করোনাভাইরাস শনাক্ত করতে পারে। কেবলমাত্র কোভিড আক্রান্ত ব্যাক্তির লালা বা মূত্রের নমুনা প্রয়োজন হয়। এ খবর দিয়েছে জেরুজালেম টাইমস।
ইতিমধ্যেই এই গবেষণাটি প্রকাশিত হয়েছে পাবলিক লাইব্রেরী অব সায়েন্স ওয়েবসাইটে। গবেষকরা বলছেন, কোভিড আক্রান্ত ব্যাক্তির লালাতে একটি আলাদা গন্ধ থাকে। ফলে বর্তমানে প্রচলিত পরীক্ষা ব্যবস্থার বাইরেও গন্ধভিত্তিক পরীক্ষাও সম্ভব। তবে এ ধরনের কুকুরকে প্রশিক্ষণ দেয়াটা এখনো একটি বড় চ্যালেঞ্জ। কারণ, শুধু নমুনা থেকে কোভিড পরীক্ষা করাই এর আসল উদ্দেশ্য নয়। তারা চাইছেন মানুষকে শুঁকেই কোভিড শনাক্ত করতে হবে। তবে তার জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে বলে তারা জানিয়েছেন, কারণ এই প্রশিক্ষণের জন্য সারমেয়দের কোভিড আক্রান্ত ব্যাক্তিদের কাছাকাছি নিয়ে যেতে হবে।

Leave a Reply

error: Content is protected !!