ভারত রেড লিস্টে উঠে এলো

0
low angle photography of airplane

ওয়েবডেস্ক : ভাগ্যের কী পরিহাস! মাস চারেক আগে কোভিড -১৯ এর ইউ কে ভ্যারিয়েন্টের কারণে ভারত ব্রিটেনের থেকে ফ্লাইট ব্যান করে দিয়েছিলো৷
আজ কোভিড -১৯ এর ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে ব্রিটেন ভারত থেকে আসা যাত্রীদের দেশে প্রবেশ করার অনুমতি রদ করে দিলো৷ এই রেড লিস্টে প্রায় চল্লিশটি দেশ রয়েছে, যার মধ্যে কেনিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইনস অন্তর্ভুক্ত৷ যদিও করোনার ভারতীয় প্রজাতির ভয়াবহতা সম্বন্ধে বিশেষ তথ্য নেই, তবু ব্রিটেন তাদের করোনা জয়ের পথে কোনও বাধা চায় না বলেই প্রকাশ৷

Leave a Reply

error: Content is protected !!