স্মৃতি বিস্মৃতি – গৌতম দত্ত
স্মৃতির কথারা বিস্মৃতি হয় না। সেই যে স্কুলে দুধ দেওয়া হতো, ভূত নাকি বাস করে রাইটার্সে। কত কিছু তো কলকাতার ফুটপাথ ও গাছেরা জানে। আর জানে কিছু মানুষের মন। সে মনে লুকিয়ে থাকে ভালোবাসার গোলাপ বাগান। একটা ছোট্ট টেডি বিয়ার বলে, তোমার পুরোনো বেলারা সুন্দর ছিল। গৌতম দত্তের অন্যতম কাজগুলি একত্রিত হয়ে প্রকাশিত হয়েছে স্মৃতি বিস্মৃতি গ্রন্থে। এখন পাঠক কতটা ভালো বলে সেই প্রয়াস গ্রহণ করবে, সেটাই দেখার। কারণ সকলের তো ইতিহাস আছে। ছোটবেলার ইতিহাস। কলেজ জীবনের থেকে অফিসকালীন নানা দ্রোহ। বিদ্রোহ। আসুন সে সব রোমন্থন করব বলেই হাতে তুলেনি আজ। এক স্মৃতিকথা নয়, এক জীবন্ত ইতিহাসের দলিল।