প্রবুদ্ধ গাড়োল – তরুণ কুমার গিরি

0

অতিরিক্ত মেকআপ করে যে ফটো তুলছে অথবা ফুটপাতে নিজের কম্বলবাসা হলেও যে পোষ মানিয়েছে বদ্রিপাখির দলকে খাঁচায়, সেও কী জানে এ শহরেই একদল মানুষ কবিতা লিখলে তা পড়া হয় ম্যানহ্যাটনে। আসুন সেই কবিতার বই হাতে তুলেনি। শহরটা হয়তো গ্রামের, গ্রামের স্বপ্ন হয়তো শহরের মেট্রো রেল বা ইকোপার্ক। কিন্তু কিছু পাগলের দল তো সকাল থেকে রাত পর্যন্ত কবিতার জন্যই বেঁচে থাকে। মারপিট করে একটা কবিতার লাইন বা সারাংশ বোঝার জন্য। সে সব কবিতার কথা বুঝতে হলে তরুণ কুমার গিরির এই বইটি আপনাদের সকলকে সংগ্রহ করতেই হবে।

বইটি সংগ্রহ করতে হলে এই লেখাটির উপর ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!