বৃষ্টি সাহস জাগছে শরীর – সুচেতা বন্দ্যোপাধ্যায়
মন কতটা কথা বলতে পারে কলমের সাথে তা হয়তো বৃষ্টি জানে। জানে সময় কথারা। কথার শেষে আবার মিনিট সেকেন্ডের জীবন দৌড়। বড্ড ছুট চলতে থাকে এক আয়ুপথের অলিতে গলিতে। প্রচন্ড অন্ধকার রাত ডেকে আনে ঘুম, ঘুম থেকে তৈরি হয় অসম্ভব যন্ত্রণা। যন্ত্রণাই ভোর নিয়ে আসে। সেই ভোর মুক্তির কথা বলে। মুক্তির আনাচে কানাচে সাহস জেগে ওঠে। সেই সাহস দ্যায় কবিতা। কবিতার এক অনন্য সীট রয়েছে এই অটোতে। অটো এখন ফিরছে। ফিরছে আপনার মনের বাসায়। সেই বাসায় স্থান দেবেন নাকি সুচেতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাগুলিকে…