কবিতা এলে জলে নামে পৃথিবী – ভাস্কর পাল
জলে নেমেছে ডাঙায় থাকা জীব। তবে সে নামা তো অনেক পড়ে। আগে তো জলই ছিল। জলের ভিতরেই তো তখন লেখা হতো অজানা কাব্য। লেখা হতো অস্থির সময় দাঁড়িয়ে শব্দহীন আওয়াজ। তিমির শব্দে আজও সে সব উপলব্ধি হয়তো ভিন গ্রহের জীবেরা খুঁজে পায় সে সব। যাক সে কথা। আবার নতুন করে মানুষ বলে গর্ব করা মানুষের দল জলে নামছে। জলের গভীরতা থেকে কুমীর বা পিরানহাকে একটু বুঝে নিতে চাইছে। মানুষই পারবে সমস্ত সীমারেখা দূর করে বুঝে নিতে জীবনের নানা কথা। ভাস্কর পালের বইয়ের কবিতাগুলিকে স্পর্শ করলে বুঝতে পারবেন আপনি কোথায় বাস করছেন ২০২১ সালে। সময় এখন কতটা আপনার, আমার, সকলের। প্রচন্ড গভীর এত তত্ত্ব এই কবিতার সারণী বেয়ে আপনি উপলব্ধি করবেনই। আশা নয় দাবী রইল এই সময়ের কাছে…