মুসাফিরনামা
সুমিতা নাগ, সারাদিন অস্থির চাকরির ঘামকে ফোকাস করতে করতে। মনে রয়েছে শিশু হৃদয়। ভ্রমণ হৃদয়। খাদ্যরসিক চোখ। এক মায়ের আদর। সে সবই কেমন করে ছবি থেকে কবিতায় রূপান্তর করল বইটিকে তা বুঝতে হলে ছবি ও কবিতার মিশ্রণে তৈরি বইটিকে হাতে তুলে নিতেই হবে। অনেক স্বনামধন্য অজস্র কবি ও অচেনা নানান কবির কলমে এই বইটির পাতায় পাতায় এক ঋদ্ধতা উঠে এসেছে। সে সব জানতে হলে সুমিতা নাগের ছবি সম্বলিত বইটি যা দেবব্রত সান্যাল সম্পাদনা করে সাজিয়ে তুলেছেন ও সোমাদ্রি সাহা সুনিপুণ হাতে ডিজাইন করেছেন, তা হাতে নিয়ে পড়তেই হবে।