আজকের কোর্স – বই প্রকাশনা

0

বই প্রকাশনাকে নিজের পেশা করতে চাইলে দেখতেই হবে।

person holding a book on wooden shelf

অবসরের বন্ধু, নিজেকে আবিস্কার করা তার মধ্যেই, আবার হারিয়ে যাওয়া কল্পনার জগতে, কখনও তা কেবলই জ্ঞান অর্জনের পথ। আবার কখনও সুখ-দুঃখ ভাগ করে নেওয়া একান্ত আপন। উজ্জ্বল এক উপস্থিতির বেঁচে থাকা। হ্যাঁ, আমি বইয়ের কথাই বলতে চাইলাম। পাঠকের আবদার, চাহিদা অনুসারে বইয়ের সবকটি বিভাগের সংযোগ স্থাপন করে প্রকাশনা সংস্থা। বই লাভারদের হাতে বই তুলে দেওয়ার কাজটি কিন্তু প্রকাশনা সংস্থাই করে থাকে। বই-এর ভাল খারাপ ভবিষ্যতের বিক্রি কেবল লেখকের উপর সীমাবদ্ধ নয়। প্রকাশনা সংস্থার উপরও তার দায়িত্ব থাকে। এখনকার ফেসবুক সাহিত্যের যুগে প্রকাশনা শিল্পের পরিধিও ক্রমবর্ধমান। তাই আজ ছাত্রছাত্রীদের একবার এই হৃত গৌরবের কাজটিতে নজর দিতে বলব।

বই প্রকাশনা কী

প্রাইমারি, সেকেন্ডারি, কলেজ, সাহিত্য, খেলা, বিজ্ঞান ইত্যাদি সব ধরনের পুস্তক প্রকাশিত হয় কোনও একটি প্রকাশনার থেকে। ঠিকমত বিষয় নির্বাচন করে ছবির মাধ্যমে সাজিয়ে সুন্দর ভাবে ছেপে, বাইন্ডিং করে বইটি বাজারে বিক্রির জন্য পৌঁছে দেওয়াই হল বই প্রকাশনা।

এডিটিং, ডিজাইনিং, ফটোগ্রাফি, প্রুফ রিডিং, কভার পেজ তৈরি, প্রচার সর্বোপরি মার্কেটিং এইসবের মধ্যে দিয়ে একটা বই পাঠকের হাতে এসে পৌঁছায়।

শিক্ষাগত যোগ্যতা

কিছু প্রকাশনা সংস্থা তাদের চাহিদা অনুযায়ী কর্মীদের প্রশিক্ষণ দেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে বই প্রকাশনার উপর বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। সাধারণত এই কোর্সগুলি করার জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা যে কোনও শাখার স্নাতক। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ রয়েছে। আবার প্রুফ রিডিং, এডিটিং প্রভৃতি বিষয়ে সার্টিফিকেট কোর্সও রয়েছে।

এছাড়াও কোনও কোনও প্রতিষ্ঠানে পাবলিশিং ম্যানেজমেন্টের কোর্স করানো হয়ে থাকে। সাংবাদিকতায় পোস্ট গ্র্যাজুয়েশন করেও এই পেশায় আসা যায়। তবে সম্পাদকীয় বিভাগে কাজ করার জন্য কম্পিউটারে জ্ঞান থাকা জরুরি। তার সাথেই গ্রাফিক ডিজাইনিং, কর্মাশিয়াল আর্ট, ফটোগ্রাফি নিয়ে পড়াশুনো করেছেন তারা আর্ট ডিপার্টমেন্টে কাজ করতে পারে। প্রিন্টিং – এর ডিপ্লোমা থাকলে প্রোডাকশন বিভাগে কাজ করা সম্ভব। এভাবে মার্কেটিং বিভাগে কাজ করার জন্য মার্কেটিং-এর ডিগ্রি থাকা আবশ্যই প্রয়োজনীয়।

কাজের দক্ষতা

প্রকাশনা সংস্থায় কাজ করতে গেলে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও বাইরের কিছু জিনিস প্রয়োজন। বই-এর প্রতি ভালবাসা, বিভিন্ন ধরনের লেখা পড়ার অভ্যাস, সৃজনশীলতা মার্কেটিং, প্রচার প্রভৃতি বিষয়ে জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যক। এই গুণগুলি থাকলে এই পেশায় আসতেই পারে ছাত্রছাত্রীরা।

কাজের সুযোগ

আজকের বাজারে প্রকাশনা নিয়ে পড়াশুনো করে ভাল মাইনের চাকরি পাওয়া সম্ভব। ভারতবর্ষে প্রকাশনা শিল্পে জোয়ার এসেছে। তাই কাজও রয়েছে অনেক। একটা কারণ আর্ন্তজাতিক প্রকশনা সংস্থা যেমন – পেঙ্গুইন, ম্যাকমিলান, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রভৃতি আরও বিভিন্ন ধরনের পাবলিশিং সংস্থা নিজেদের শাখা ভারতের বিভিন্ন প্রান্ত ছড়িয়ে দিয়েছে। তাছাড়া দেশের বিভিন্ন সংস্থা তো রয়েছে। তাই কাজও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

সঠিক শিক্ষাগত যোগ্যতা, দক্ষতার স্থিতিশীল বোধটুকু থাকলে প্রকাশনা সংস্থায় বিভিন্ন বিভাগে কাজ-এর সুযোগ রয়েছে। অনেকেই নিজেস্ব ব্যবসা শুরু করছেন, তার ফলে একজন প্রকাশক যেমন ভাল আয় করছেন, তেমনই লেখকের সাথে তার যোগাযোগ সুদৃঢ় হচ্ছে।

white book in white table near yellow wall

বিভিন্ন বিভাগ

এডিটোরিয়াল বা সম্পাদনা

সাধারণত দেশ-বিদেশে বিভিন্ন প্রকাশন সংস্থার মালিক একটি করে সম্পাদকমন্ডলী তৈরি করেন বই প্রকাশ করার জন্য। তবে বাংলা বইয়ের ক্ষেত্রে এই রেওয়াজ তুলনামূলক কম। তবুও বইয়ের চরিত্র অনুসারে অভিজ্ঞ দক্ষ মানুষজনদের দিয়ে সম্পাদনার কাজ করা যায়, তাহলে কাজটি আরও সুন্দর ও সহজ হবে।

সেই কারণের বই প্রকাশনার কাজে প্রুফ রিডিং, কপি এডিটর, সাব এডিটর, রিসার্চ এডিটর, সাবজেক্ট এডিটর ও সম্পাদকমন্ডলীর প্রধান হিসেবেও অভিজ্ঞ মানুষজনের কাজের সুযোগ রয়েছে।

প্রোডাকশন

ডিজাইনিং থেকে পাতার লে-আউট প্রভৃতি সবই বর্তমানে কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে। বইয়ের প্রচ্ছদ তৈরি, পাতার গুণগত মান কী হবে এসবই ঠিক করার ক্ষেত্রে এডিটরের সঙ্গে প্রোডাকশন ইনচার্জও থাকেন। একটি বইয়ের জন্য আর্টওয়ার্কের কাজ করেন ডিজাইন ডিপার্টমেন্টের ব্যক্তিরা। অনেক সময় ডিজাইনিং, ফটোগ্রাফি প্রভৃতির জন্য কিছু সংস্থা ফ্রিলান্সার নিয়োগ করেন। মুদ্রণের পাশাপাশি যাবতীয় কাজের জন্য বই বাঁধাইয়ের কাজও প্রোডাকশন বিভাহের উপর দায়িত্ব থাকে। তাছাড়াও বইয়ের দাম কত হবে, মার্কেটিং বিভাগের সঙ্গে কথা বলে তাও ঠিক করেন প্রোডাকশন বিভাগ। এখানেও তাই কাজের বিশাল বাজার রয়েছে।

মার্কেটিং বিভাগ

প্রচার, সেলস-ক্যাম্পেন প্রভৃতি সব কাজের দায়িত্ব থাকে মার্কেটিং বিভাগের উপর। আসলে এই বিভাগের উপর বই বিক্রির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সপে দেওয়া হয়। অন্যদিকে লাইব্রেরী, স্কুল, কলেজ, বিক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করা মার্কেটিং বিভাগের কর্মীদের উপরেই ন্যাস্ত থাকে। তাছাড়াও বই বিক্রির জন্য আগে থেকেই বাজার তৈরি করা ও সেটি সম্পর্কে বাজারে ভাল একটা ইমেজ তৈরি করাও তাদের কাজ। এই বিভাগ এখন অনলাইনেও বই বিক্রি করার দায়িত্ব নিয়েছেন। তাই এখানেও কাজের বিরাট সুযোগ রয়েছে।

আয়

প্রকাশনা সংস্থার কাজ করে শুরুতে পাঁচ থেকে আট হাজার পর্যন্ত আয় করা সম্ভব। আবার বড় বড় দেশি ও বিদেশি প্রকাশনা সংস্থায় আয়ের সুযোগ আরও অনেক বেশি। অভিজ্ঞতা যত বাড়বে আয়ও তত বাড়তে থাকবে। চল্লিশ হাজার পর্যন্ত বেতন পাওয়া যায়। আবার নিজস্ব প্রকাশনা থাকলে আয়ের পরিমাণ আরও বেশি হবে।

রকমারি কোর্স

১। প্রেস ম্যানেজমেন্টের উপরে দুই বছরের ডিপ্লোমা কোর্স রয়েছে।

২। পাবলিশিং ও প্রিন্টিং-এর উপরে এক বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হয়।

৩। প্রিন্টিং টেকনোলজি ও ম্যানেজমেন্টের উপর দুই বছরের পোস্ট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে। প্রভৃতি কোর্স পূর্বেও উল্লেখ করেছি।

কোথায় পড়বেন

১। ইনস্টিটিউট অফ বুক পাবলিশিং

এ-৫৯, ওখলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ১১ নতুন দিল্লি, দিল্লি – ১১০১২০।

ওয়েবসাইট – www.ibpindia.org

২। কলেজ অফ ভোকেশনাল স্টাডিজ

ইউনিভার্সিটি অফ দিল্লি, ত্রিবেণী (সেখ সরণী), ফেজ – ১১, নতুন দিল্লি – ১১০০১৭।

এছাড়াও পশ্চিমবঙ্গে যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশনার ওপর স্বল্প ও দীর্ঘ মেয়াদী উভয় ধরনের কোর্স করা যায়। তাই আগে একটু পড়াশুনো করে শিখে নিয়ে তারপরে সমস্ত ভাষার মতোই বাংলায় প্রকাশনা সংস্থা তৈরি করে বৈধ দলিলে লেখকের সাথে স্বাক্ষর করে প্রকাশিত হোক বাংলা ভাষায় অমূল্য বইয়ের সম্ভার। এইটুকুই বাংলা নাগরিক হিসেবে আমাদের সকলের কাম্য।

Leave a Reply

error: Content is protected !!