ব্যোমকেশ – অজিতের মেসবাড়ি
মহাত্মা গান্ধী রোডের ৬৬ নম্বর বাড়িটিকে প্রেসিডেন্সি বোর্ডিং হাউস নামে পরিচিত।
এই বোর্ডিং হাউসটি ২০১৭ সালে বন্ধ হয়ে যায়। ১৯১৯ সালে বিদ্যাসাগর কলেজের ছাত্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এই মেসবাড়ির তিনতলার ঘরে থাকতে শুরু করেন। এই শতাব্দী প্রাচীন বাড়িটিতে সৃষ্টি হয় অমর চরিত্র ব্যোমকেশ ।
এসব বাড়ি সংরক্ষণ অধিগ্রহন করা তো অনেক দুরের কথা একটি স্মারক ফলক কি লাগানো যায় না?
( ছবি নেট থেকে নেওয়া)
এই মেসবাড়িতে কবি জীবনানন্দ দাশও থাকতেন শোনা যায়।