স্বপ্নকে ছুঁয়ে দেখা সিজন ১ পর্ব ১৪ | সুচেতা বন্দ্যোপাধ্যায়

সুর তাল লয় মিলিয়ে যে সংগীতের সৃষ্টি হয়, সেই পথ বেয়েই একদিন হাঁটতে শুরু করেছিল কবি সুচেতা বন্দ্যোপাধ্যায়। গদ্য পদ্য তার অন্তরেই ছিলো অনেককাল। সে সব নিয়েই পরবর্তী জীবনে লিখেছেন, পাঠক হিসেবে আমরা গুণমুগ্ধ হয়েছি। সাক্ষাৎকারে সেই সব মণি মুক্তোর কথারাই উঠে আসবে। আসবে কবিতা কেমন করে কষ্ঠের মধ্য দিয়ে জন্ম নেয় জীবন নদীতে। আপনারাও আসবেন লাইভ অনুষ্ঠানে ও কমেন্ট করতে ভুলবেন না।

Subscribe to my YouTube Channel
error: Content is protected !!