রক্ত দাও (ব্যঙ্গ শ্রুতি নাটক) – দেবব্রত সান্যাল

0

ঋতুযানের প্রযোজনায় ব্যঙ্গ নাটক : রক্ত দাও

নাটক ও নির্দেশনা : দেবব্রত সান্যাল

কণ্ঠ সংগীত : অনিন্দিতা মুখার্জী

যন্ত্র সংগীত : প্রজেশ মুখার্জী

অভিনয়ে : মৌসুমী রায়, তপন দাস, অজিতেশ নাগ, সোমাদ্রি সাহা ও প্রশান্ত কুমার ঘোষ

সম্পাদনা ও আবহ : সোমাদ্রি সাহা

খড়ের টুপি অনেক পুরনো কথা৷ মস্কোর একটি থিয়েটারে একজন প্রগতিশীল লেখক ‘খড়ের টুপি’ নামে একটি আদ্যন্ত মজার নাটকের ইন্টারভালে বেরিয়ে দেখেন সেখানে ঋষিতুল্য সাহিত্যিক লিও টলস্টয় দাঁড়িয়ে আছেন৷ লেখক কী করে সামলাবেন ভেবে না পেয়ে, টলস্টয়কে বললেন,’ আমি তো একদম না জেনেই ভুল করে চলে এসেছি৷ আপনারো বোধকরি সেই অবস্থা ৷’

স্বগতোক্তির মতো টলস্টয় বললেন, ‘সারা জীবন এরকম একটা লেখা লিখতে চেষ্টা করছি, এখনও হলো না ৷’ ১৯৮৩ তে কলকাতায় থাকার সুবাদে কোনও নাটক বাদ দিতাম ন৷ উৎপল দত্তের নাটক দেখতে গিয়ে হাসতে হাসতে সিট থেকে পড়ে যাবার উপক্রম৷ দুঃস্বপ্নের নগরীর ওপর যখন রাজনৈতিক প্রহার হলো, তখন বুঝলাম ব্যঙ্গের কী শক্তি৷ রক্ত দাও শুধু ‘কী কেলো’ নয়৷ একটি সচেতন ব্যঙ্গ৷ আমাদের নিজের লোকেরাই তাতে অভিনয় করেছেন৷ দেখুন ও অন্যদের দেখার জন্য দিন৷

Subscribe to my YouTube Channel

Leave a Reply

error: Content is protected !!