তর্পণ – ক্ষমা ভটাচার্য্য
এক রাত এমন করেই হয়তো তারারা খসেছিল। হয়তো রোজই তারারা খসে যায়। তবু কবি লিখে চলে তর্পণের কথা। মা বাবার আশ্রয় নিয়ে বেঁচে থাকার কথা। জীবন্ত এক আগ্নেয়গিরির ভিতর দাঁড়িয়ে স্বপ্ন দেখতে থাকে ঐ শৈলচূড়ায় একদিন আমার উড়ান পতাকা উড়বেই। এই জেদ, এই মানসিক স্থিরতা তো বাবাই দিয়েছিলেন কবি ক্ষমা ভট্টাচার্য্যকে। সেই সাহসকথাই তো আজ কবিতার ছত্রে ছত্রে। কবিতার ছন্দে তাই মানবিক এক যোগ অভ্যাস জেগে উঠেছে শায়িত বৌদ্ধকে ঘিরে। কাঞ্চনজঙ্ঘার সাথে এসপ্লানেড এখানেই মিশেছে কবিতায়। সেই সব কবিতার পঙক্তি বুঝতে হলে পড়তেই হবে বইটি।