খিল্লির বাঁ পাশের গলি – দেবব্রত সান্যাল
মনের গভীর কান্নারা লুকিয়ে থাকে, সেই সব কান্নারা খিল্লি হয়ে যায় সামাজিক যাপনে। সেই ডান পথ ধরে চলা বাঙালি জীবনের কিছু কথাই প্রকাশিত হয়েছে এই বইয়ে। পাতার গন্ধে লেগে রয়েছে স্মৃতিকাল, বনেদিয়ানার গ্রামবাংলা। রয়েছে শহরের রাজনীতি থেকে সমাজ জীবন, অন্তসলীলা এক ভালোবাসার কথা। জড়িয়ে থাকা ইতিহাস ও রাজনৈতিক শপথ। সবই মিলে মিশে এক অনবদ্য মেলা প্রাঙ্গনে এসে দাঁড় করিয়ে দ্যায় পাঠককে। সেই প্রাঙ্গন থেকে হাতে তুলে নিতে হয় দেবব্রত সান্যালের বইটি। যতনে। খুব আস্তে করে।