মানহানির মামলা করলেন সালমান
মানহানির মামলা করলেন বলিউড সুপারস্টার সালমান খান। অভিনেতা কামাল আর খানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন ভাইজান। এবারেও কিন্তু নেপথ্যে কারণ রাধে। সদ্য মুক্তি পাওয়া ছবিটি নিয়ে সমালোচনা করেছেন কামাল আর খান। আর সেই সমালোচনা পড়েই বেজায় চটেছেন ভাইজান। সালমান খানের তরফে আইনী নোটিসও পাঠানো হয়েছে কামল আর খানকে। রাধে ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছে সালমান খান। রাধে মোস্ট ওয়ান্টেট ভাই মুক্তি পেয়েছে সোমবার।
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…
তারপর থেকে খারাপ রিভিউতে ভরে যায় সাংবাদমাধ্যম। কামাল আর খান টুইট করে জানান, রাধের রিভিউ করার জন্য আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সালমান। কামাল আর খান নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই নোটিশের ছবি শেয়ার করে লেখেন, ‘প্রিয় সালমান খান। এই মানহানির মামলাই প্রমাণ করে আপনি কতটা হতাশ এবং একই সঙ্গে নিরাশায় ভুগছেন। আমি আমার অনুগামীদের জন্যে রিভিউ লিখি, এটাই আমার কাজ। আমাকে রিভিউ লেখা থেকে আটকানোর চেয়ে আপনি বরং ভালো ছবি তৈরির দিকে মন দিন। আমি সত্যের জন্যে লড়াই করি। মামলার জন্যে অনেক ধন্যবাদ।’ রিপোর্ট অনুযায়ী, সালমানের টিম যত তাড়াতাড়ি সম্ভব মামলার শুনানি চান।