অস্কারের সেরা অভিনেতা হপকিনস অভিনেত্রী ম্যাকডোরমান্ড

0

অস্কার জয়ীদের তালিকা ২০২১

ওয়েবডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) ৯৩তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো গতকাল। এবার সেরা ছবির পুরস্কার পেয়েছে ‘নোম্যাডল্যান্ড’। একই ছবি পরিচালনা করে সেরা পরিচালক হয়েছেন ক্লোয়ি ঝাও। দ্বিতীয় নারী পরিচালক হিসেবে অস্কার পেলেন তিনি। এদিকে ‘নোম্যাডল্যান্ড’- ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন  ফ্রান্সেস ম্যাকডোরমান্ড। এ নিয়ে তিনটি অস্কার পেলেন এ অভিনেত্রী। ‘দ্য ফাদার’ ছবিতে ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যান্থনি হপকিনস। এক নজরে দেখে নেয়া যাক এবারের অস্কার বিজয়ীদের তালিকা- সেরা চলচ্চিত্র: নোম্যাডল্যান্ড (ক্লোয়ি ঝাও),  সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিনস (দ্য ফাদার), সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড), সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড), সেরা সহ-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া), সেরা সহ-অভিনেত্রী: ইউ-জুং ইউন (মিনারি), সেরা চিত্রনাট্য: প্রমিজিং ইয়ং উইম্যান (এমারেল্ড ফেনেল), সেরা চিত্রনাট্য (অ্যাডাপটেড): দ্য ফাদার (ফ্লোরিয়ান জেলার), সেরা আন্তর্জাতিক কাহিনী চিত্র: অ্যানাদার রাউন্ড (থমাস ভিনটারবার্গ, ডেনমার্ক),  সেরা অ্যানিমেটেড ছবি: সোল (পিক্সার স্টুডিও), সেরা পোশাক পরিকল্পনা: অ্যান রথ (মা রেইনিস ব্ল্যাক বটম), সেরা সম্পাদনা: সাউন্ড অব মেটাল (মিকেল ইজি নিলসন), সেরা রূপ ও চুলসজ্জা: মা রেইনিস ব্ল্যাক বটম, সেরা আবহসংগীত: সোল (জন বাতিস্তা, ট্রেন্ট রেজনর ও অ্যাটিকাস রস), সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (গ্যাব্রিয়েলা উইলসন-এইচইআর, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়া), সেরা শিল্প নির্দেশনা: ম্যাঙ্ক, সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: টেনেট (অ্যান্ড্রু জ্যাকসন, ডেভিড লি, অ্যান্ড্রু লকলি, স্কট ফিশার), সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জারস (ট্রেভন ফ্রি ও মার্টিন ডেসমন্ড রো), সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: কোলেট (অ্যান্থনি জিয়াচিনো ও অ্যালিস ডোয়ার্ড), সেরা সিনেমাটোগ্রাফি: ম্যাঙ্ক (এরিখ মেসারস্মিডট)।

Leave a Reply

error: Content is protected !!