এবার করোনা এভারেস্টেও!

0
person in black jacket and blue pants walking on snow covered ground

ওয়েবডেস্ক : পৃথিবীর সব থেকে দক্ষিণের মহাদেশ অ্যান্টার্কটিকার পর এবার হিমালয় পর্বতমালায়ও করোনাভাইরাস সংক্রমণ ঘটেছে। সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অভিযানে যাওয়া এক অভিযাত্রী করোনায় সংক্রমিত হন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবরে এ কথা বলা হয়েছে। এ ছাড়া নেপালের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ভ্রমণ ম্যাগাজিন দ্য আউটসাইড তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহনকারীদের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে বলে চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্ত অভিযাত্রী বেস ক্যাম্পে (১৭ হাজার ৬০০ ফুটেরও বেশি উচ্চতায়) ছিলেন। তিনি সহ আরও দুই পর্বতারোহীর করোনার লক্ষণ দেখা দিলে হেলিকপ্টারে করে তাদের সরিয়ে নেওয়া হয়। পরে তাদের একজনের করোনা শনাক্ত হয়।

করোনা মহামারির কারণে গত বছর এভারেস্টে আরোহন বন্ধ করে দেওয়া হয়। এ বছরই তা আবার খুলে দেওয়া হলে ৩৭০ জন আরোহীকে এখন পর্যন্ত অনুমতি দেওয়া হয়। ঘটনার পর পর্বতারোহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্যদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলছেন। একজনের দেহে করোনা পাওয়া যাওয়ায় এখন কর্মকর্তারা সতর্ক থাকছেন, যাতে বাকি আরোহীরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেন। তা ছাড়া ১৭ হাজার ৬০০ ফুট উচ্চতাতেও একটি অস্থায়ী মেডিকেল ইউনিট স্থাপন করা হয়েছে।

নেপালের সবচেয়ে বড় অভিযান অপারেটরের চেয়ারম্যান মিংমা শেরপা বলেন, করোনা ধরা পড়লেও বাকি আরোহীরা অভিযান বাতিল করবেন না। তারা আরোহন অব্যাহত রাখবেন। বেসক্যাম্পে পৌঁছানোর পর রণে ভঙ্গ দেওয়ার কোনো মানে হয় না।

এর আগে, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল হিসেবে ২০২০ সালে ২১ ডিসেম্বর অ্যান্টার্কটিকাতে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

Leave a Reply

error: Content is protected !!